শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়’। কিন্তু নাম পরিবর্তন করায় দেশের মধ্যে খুব ‘নাম’ করেছে গেরুয়া শিবির। দেশের বিভিন্ন জায়গা, রাস্তা, প্রতিষ্ঠান, ধর্মস্থানের নাম বদলের হিড়িক চলছে বিগত কয়েক বছর যাবত। কখনও কেন্দ্রীয় সরকার, তো কখনও বিজেপি শাসিত রাজ্য সরকার এলাকার নাম কিংবা প্রতিষ্ঠানের নাম বদলে দিচ্ছে। মূলত, চলতি ইসলামিক নাম বদলে ফেলা হচ্ছে। এই পরিস্থিতিতে এবার দেশের বিভিন্ন শহর এবং ঐতিহাসিক স্থানের নাম বদলে করতে নয়া কমিশন গঠনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিজেপি নেতার দায়ের করা মামলার শুনানিতে সোমবার শীর্ষ আদালতের মন্তব্য, ‘অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে। দেশকে উত্তপ্ত করবেন না।’
দেশের একাধিক শহর এবং ঐতিহাসিক স্থানের নামকরণ করা হয়েছে ‘আক্রমণকারী’দের নামে। তাই ওই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। শহর এবং ঐতিহাসিক স্থানের ‘আসল নাম’ খুঁজে বার করা হোক। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। এমন দাবিই করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এ জন্য একটি ‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ওই বিজেপি নেতা। এই মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ বলে, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দু শুধু একটা ধর্ম নয়। এটা একটা জীবনধারা। হিন্দু ধর্মে কোনও গোঁড়ামি নেই।’ এর পরই বিজেপি নেতার উদ্দেশে আদালতের মন্তব্য, ‘অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না, যা বৈষম্য তৈরি করবে। দেশকে উত্তপ্ত করবেন না।’
