মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে আম আদমি পার্টি। দলের তরফে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতর ঘেরাও করার ডাক দেওয়া হয়। এদিকে সোমবার দুপুরেই আদালতে পেশ করা হবে সিসোদিয়াকে। রবিবার তাঁকে ৮ ঘণ্টা জেরার করার পর গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে সিসোদিয়ার গ্রেফতারিতে টুইট করে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।
সিসোদিয়ার গ্রেফতারির বিরোধিতা করে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও-ব্রায়েন। তিনি এর পিছনে গেরুয়া শিবিরের রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছেন। ডেরেকের কটাক্ষ, ‘যদি মণীশ সিসোদিয়ার কাছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন থাকত তবে তিনি কখনই গ্রেফতার হতেন না’। আরও লেখেন, ‘শিব সেনা, এসএ দল, জেডি(ইউ), টিডিপি এবং অন্যরা বিজেপিকে বর্জন করেছে। এখন সিবিআই, ইডি, আইটি হল তাদের (বিজেপির) প্রকৃত শরিক। সব মিলিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে রাজনৈতিক পারদ চড়ছে রাজধানীতে।
কেজরিওয়াল টুইট করেন, ‘অধিকাংশ সিবিআই আধিকারিক মণীশের গ্রেফতারির বিরোধী। প্রত্যেকে তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তাছাড়া কোনও প্রমাণও নেই। প্রবল রাজনৈতিক চাপে পড়ে মণীশকে গ্রেপ্তার করতে বাধ্য হন তাঁরা। ক্ষমতাবান রাজনীতিকের কথা মানতে হয়েছে’।