সরকারি মিডিয়া দূরদর্শন ও আকাশবাণীর পরিচালনার দায়িত্বে রয়েছে প্রসারভারতী। খাতায় কলমে স্বশাসিত সংস্থা সেই ‘প্রসারভারতী’ এবার থেকে খবর কিনবে শুধুমাত্র হিন্দুস্তান সমাচার সংবাদ সংস্থা থেকে। এমনই অভিযোগ উঠছে।
গত ১৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে সূত্রের খবর। এই হিন্দুস্তার সমাচার হল আরএসএস পরিচালিত সংবাদ সংস্থা। ফলে দুই সরকারি মাধ্যম প্রচারিত জাতীয় ও আন্তর্জাতিক খবরে পক্ষপাতিত্বের আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে হিন্দুস্তান সমাচার তৈরি করেছিলেন তৎকালীন আরএসএসের প্রবীণ প্রচারক শিবরাম শংকর। সেই শিবরাম শংকরই আবার উগ্র হিন্দুত্ববাদী মতার্দশের প্রবক্তা এম এস গোলওয়ালকারের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ। ফলে হিন্দুস্তান সমাচারের খবরে পক্ষপাতিত্ব ও গেরুয়া-আদর্শের প্রভাব থাকবে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। আর সেই প্রভাব পড়বে আকাশবাণী ও দূরদর্শনেও।
কেরলের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘কেন্দ্র সরকার সংবাদের গেরুয়াকরণের চেষ্টা চালাচ্ছে। দূরদর্শন ও আকাশবাণীকে সংঘ পরিবারে মুখপত্রে পরিণত করার চক্রান্ত করছে। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’।