রাজ্যপাল অ-আ-ক-খ শিখছেন। কিন্তু রাজ্য রাজনীতির কিছুই বোঝেন না তিনি। এবার ঠিক এই ভাষাতেই সিভি আনন্দ বোসকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিকে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’তেও কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে বর্তমান রাজ্যপালকে। তাতে লেখা হয়েছে, ‘রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন’। এ-ও লেখা হয়েছে যে, ‘মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন’।
প্রসঙ্গত, বাংলা ভাষার প্রতি নিজের ভালবাসা ও আগ্রহের কথা আগেই ব্যক্ত করেছিলেন সিভি আনন্দ। সরস্বতী পুজোয় রাজভবনে বাংলায় হাতেখড়িও হয় তাঁর। এবার তাঁকে বাংলা শেখানোর জন্য দু’জন বাংলার শিক্ষক নিয়োগ করা হয়েছে। আজ, সোমবার থেকে শুরু ক্লাস। এ নিয়ে মদন বলেন, বাংলার শিক্ষক রেখে তিনি অ-আ-ক-খ শিখছেন ঠিকই। খুব ভাল কথা। কিন্তু রাজ্যপাল রাজ্য রাজনীতির ক্যাট-ব্যাট কিছুই বোঝেন না। রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটবেন, ধরা পড়ে যাবেন ভাবেননি। রাজনীতি দিয়ে লড়তে হলে আগে বাংলাকে চিনতে হবে।