এবার মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে কড়া ভাষায় একহাত নিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আজ, ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারির শেষ দিন। তিনদিন ধরে চলছে কংগ্রেসের এই মহা অধিবেশন। এদিন রাহুল জানান, চীনের অর্থনীতিকে ভারতের থেকে বড় বলেছেন বিদেশমন্ত্রী। যা জাতীয়তাবাদ নয়, কাপুরুষতার পরিচায়ক। রাহুলের বক্তব্য, ”জয়শংকর এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের অর্থনীতি চিনের থেকে ক্ষুদ্র। আমরা কীভাবে এর সঙ্গে লড়াই করব? আমরা যখন ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলাম সেই সময় কি আমাদের অর্থনীতি খুব বড় ছিল? তার মানে উনি বলতে চাইছেন, যারা আমাদের থেকে বেশি শক্তিশালী তাদের সঙ্গে লড়তেই যেও না। একে কাপুরুষতা বলে।”
প্রসঙ্গত উল্লেখ্য, জয়শংকর এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চীনের অর্থনীতি নিয়ে বলেছিলেন, ”ওরা বড় অর্থনীতি। ছোট অর্থনীতি হিসেবে আমি কী করতে পারি? কী করে বড় অর্থনীতির সঙ্গে লড়াই করা সম্ভব? এটা সাধারণ জ্ঞানের ব্যাপার।” এবার তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করতে দেখা গেল রাহুলকে। পাশাপাশি এদিন আদানি ইস্যুতে বিজেপি ও নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন রাহুল। ”আমি সংসদে এক শিল্পপতিকে আক্রমণ করেছিলাম। আমি কেবল এটাই জানতে চেয়েছিলাম, মোদীজি আপনার সঙ্গে আদানিজির সম্পর্কটা ঠিক কী রকম? বিজেপি সরকার আদানিজির হয়ে সাফাই গাইতে লাগল। ওরা বলতে লাগল আদানিজিকে আক্রমণ দেশদ্রোহিতা। আদানিজি আর মোদীজি এক”, জানান কংগ্রেস নেতা।