কংগ্রেসের ছত্তীসগড়ের মহা অধিবেশনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস-বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সোনিয়া গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, দেশের সমস্ত স্বশাসিত সংস্থাকে বিজেপি-আরএসএস দখল করেছে। কারও স্বাধীকার নেই। নির্মমভাবে বিরোধীদের কণ্ঠস্বর দমন করা হচ্ছে।
মহা অধিবেশনের দ্বিতীয় দিনে সনিয়া আজ নতুন সভাপতি খাড়গের পরেই ভাষণ দেন। দেশে কংগ্রেসের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতি বর্তমান কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করেন। সোনিয়া বলেন, বর্তমান শাসনে সবচেয়ে বিপন্ন সংখ্যালঘু, দলিত, জনজাতি এবং মহিলারা। তাদের উপর জঘন্যতম অপরাধ সংঘঠিত হচ্ছে। গোটা পরিস্থিতি মহাত্মা গান্ধীর প্রতি উপহাস।
গান্ধীর প্রসঙ্গ টানেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি বলেন, কর্নাটকের বেলাগাওতে কংগ্রেসের অধিবেশনে দলের সভাপতির দায়িত্ব নিয়ে গান্ধীজি অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব নিয়েছিলেন। আজ দেশে সেই লড়াই ফের জরুরি হয়ে পড়েছে।
সোনিয়া এবং খাড়গে দু’জনই বলেন, বর্তমান সরকার কতিপয় শিল্পপতি, ব্যবসায়ীর জন্য কাজ করছে। তাঁদের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। খাড়গে বলেন, সরকার আকাশ, সমতল, পাতাল, কিছু বাকি রাখছে না। স্বাধীনতার পর কংগ্রেস যে জাতীয় সম্পদ গড়ে তুলেছিল তা বেচে দেওয়া হচ্ছে।