দিনমজুরের কাজে উড়িষ্যায় গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না। শনিবার ভোরে উড়িষ্যার জাজপুর জেলায় ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার সাত বাসিন্দার। মৃতদের বাড়ি বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার ধান্যকুড়িয়া পোস্ট অফিসের অন্তর্ভুক্ত নেহালপুর গ্রামে। মৃতদের নাম সুরজ মণ্ডল (৪৪), মহম্মদ আমিরুল আলি সর্দার ( ২৬), করিম সর্দার (২৬), মহম্মদ আমজাদ আলি সর্দার (২৬), মহম্মদ আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩২) এবং মোয়াজ্জেম সর্দার (৩২)।
জানা গিয়েছে মৃতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। এই খবর এলাকায় পৌঁছতেই শোকে ভেঙে পড়েছে গোটা নেহালপুর গ্রাম। ওড়িশার নবীন পট্টনায়ক সরকারের সঙ্গে সমন্বয় করে মৃতদের দেহ গ্রামে নিয়ে আসার ব্যাপারে তৎপর হয়ে নবান্ন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সব রকম সাহায্যের বিষয়ে আশ্বস্ত করেছেন।