নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য রাজনীতি যখন সরগরম ঠিক তখনই নতুন এক দুর্নীতির সম্ভাবনা চলে এলে সামনে। রাজ্যের নিয়োগ দুর্নীতি ঘিরে এখানকার শাসক দলকে যখন নিত্যদিন চেপে ধরার ফর্মুলা নিয়েছে বিজেপি তখন তাঁদের পরিচালনায় চলে কেন্দ্র সরকারের দিকেও এবার পাল্টা আঙুল তোলার সুযোগ পেয়ে গেল তৃণমূল কংগ্রেস। সৌজন্যে দক্ষিণ-পূর্ব রেলের গ্রুপ ডি পদের নিয়োগে দুর্নীতির আশঙ্কা। যে রেল কেন্দ্রের অধীনে রয়েছে।
জানা গিয়েছে, গত বছর দক্ষিণ-পূর্ব রেলের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা হয়। জানুয়ারি মাসে হয় ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। এই দুই পরীক্ষায় উত্তীর্ণদের নথি ভেরিফিকেশনের জন্য একটি তালিকা প্রকাশিত হয়। ৩১ শে জানুয়ারি, ২০২৩, রেলের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই তালিকা। অদ্ভূতভাবে, প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই তা উধাও হয়ে যায় ওয়েবসাইট থেকে।
এর ঠিক ৮ দিন পর, ৮ ফেব্রুয়ারি ওয়েবসাইটে আবার তালিকা আপলোড করা হয়। সেই সময় দেখা যায় প্রথম তালিকায় যাঁদের নাম ছিল, এমন অনেকেরই নাম দ্বিতীয় তালিকায় নেই।
চাকরিপ্রার্থীদের একাংশের এখন এমনই অভিযোগ। এমনই ৩০ জন চাকরিপ্রার্থী সেন্ট্রাল অ্য়াডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেন। আগামী ১৪ মার্চ রেল কর্তৃপক্ষকে সমস্ত নথিসহ হাজিরার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি বিচারাধীন। এনিয়ে আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। কিন্তু এই ঘটনাই এখন তৃণমূলকে বিজেপিকে আক্রমণ করার অস্ত্র হাতে তুলে দিয়েছে।