বর্ষীয়ান কংগ্রেস নেতা পবন খেরাকে ঘিরে এদিন দিনভর রাজধানীর রাজনীতি তোলপাড় হতে থাকে। অসম পুলিশের হাতে এদিন গ্রেফতার হন কংগ্রেস নেতা পবন খেরা। শেষমেশ সেই মামলায় তাঁকে আন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে জামিনের মেয়াদ মঙ্গলবার পর্যন্ত কার্যকরী থাকবে। এরই মাঝে সোমবার তাঁর বিরুদ্ধে আসা সমস্ত এফআইআর-এর শুনানি হবে সুপ্রিম কোর্টে।
কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে ছত্তিশগড়ের রাইপুরে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁকে বিমান থেকে নামিয়ে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা। রণদীপ সুরজেওয়ালা, সুপ্রিয়া শ্রীনাতে সমেত একাধিক প্রথম সারির কংগ্রেস নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা স্লোগান তুলতে থাকেন,’বিজেপি হায় হায়’। বিমানবন্দরে টারম্যাকে অভিনব প্রতিবাদ দেখা যায় কংগ্রেসের।
এরপরই আসাম পুলিশের তরফে জানানো হয়, তাঁদের অনুরোধেই পবন খেরাকে গ্রেফতারির পথে যায় দিল্লি পুলিশ। পবন খেরার বিরুদ্ধে রয়েছে এফআইআর। তার জেরেই এই পদক্ষেপ বলে জানা যায়।
প্রসঙ্গত, সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পবন খেরার এক মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্কিত মন্তব্যের পরই পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এখনও পর্যন্ত খবর, পবন খেরার আইনজীবীর তরফে ওই বিতর্কিত মন্তব্যের কারণে নিঃশর্ত ক্ষমা চাওয়া হবে। জানা গিয়েছে, খেরার মন্তব্যকে কোর্টে উচ্চারণ করতে চাননি তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি।