তিনি বরাবরই দেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসন নিয়ে সরব। একাধিক ঘটনায় তাঁকে মোদী সরকার বিরোধী অবস্থান নিয়ে প্রকাশ্যেই মুখ খুলতে দেখা গিয়েছে। যে কারণে নানান সময়ে তাঁকে নানান বিশেষণে ভরিয়ে দিয়েছে গেরুয়া শিবির। কখনও দেশদ্রোহী বলা হয়েছে, তো কখনও আবার আরবান নকশাল। সেই গীতিকার জাভেদ আখতারই লাহোরে বসে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছেন। পাক কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমি মুম্বইয়ের লোক। আমি দেখেছি কী হামলা হয়েছিল ২৬/১১তে। তারা তো নরওয়ে থেকে যায়নি, মিশর থেকেও যায়নি। তারা আপনাদের দেশ থেকেই গেছিল এবং এখনও তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলা জাভেদ আখতারকে এহেন আচরণ করতে দেখে একই সঙ্গে অবাক এবং উৎফুল হয়েছেন সঙ্ঘ সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি জাভেদ আখতারের এমন পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপির অন্যতম পোস্টের গার্ল কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় যেসব সঙ্ঘ সমর্থক দুদিন আগে অবধি কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করে পোস্ট করছিলেন যে জাভেদ আখতারের পাকিস্তান থেকে ফেরত আসার ভিসা বাতিল করে দেওয়া হোক, তারাই এবার পড়েছেন মহা ফাঁপরে। যেখানে কঙ্গনা বলছেন যে জাভেদ আখতার পাকিস্তানে বসে তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন, সেখানে গেরুয়া শিবিরের আইটি সেল ঠিক কি করবে, বুঝতেই পারছে না।