এবার আইপিএলের মতো মহিলাদের প্রিমিয়ার লিগেরও টাইটেল স্পনসর হল টাটা গোষ্ঠী। ফলত, ভারতীয় ক্রিকেট বোর্ডের তহবিলে ঢুকল আরও টাকা। বুধবার এই খবর জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। গত বছর আইপিএলের প্রধান স্পনসর হয়েছিল টাটা গোষ্ঠী। ভারতীয় ক্রিকেটে আরও বিনিয়োগ করছে তারা। আগামী ৪ঠা মার্চ থেকে শুরু হতে যাওয়া মহিলাদের প্রিমিয়ার লিগেরও প্রধান স্পনসর হল তারা। এই খবর জানিয়ে জয় বলেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রথম বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসর হয়েছে টাটা গোষ্ঠী। আমরা আত্মবিশ্বাসী তাঁদের সহযোগিতায় মহিলাদের ক্রিকেটকে পরবর্তী পর্যায় পৌঁছে দিতে পারব।’’ টাটা গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাঁচ বছরের চুক্তি হয়েছে। চুক্তির অঙ্ক প্রকাশ করা হয়নি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলাদের প্রিমিয়ার লিগের পাঁচটি দল বিক্রি করে ৪৭০০ কোটি টাকা এবং সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৯৫১ কোটি টাকা তুলেছে। সেই অঙ্কের সঙ্গে যোগ হল টাটা গোষ্ঠীর বিনিয়োগ।
উল্লেখ্য, পাঁচটি দলকে নিয়ে এই প্রতিযোগিতা হবে মুম্বইয়ে। মোট ২২টি ম্যাচ হবে প্রতিযোগিতায়। ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ১১টি করে ম্যাচ। প্রতিযোগিতা চলবে ২৩ দিন ধরে। ফাইনাল হবে ২৬শে মার্চ। গত ১৩ই ফেব্রুয়ারি মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম হয়েছে। সব থেকে বেশি দাম পেয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তাঁকে ৩ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষকেও কিনেছে আরসিবি। নিলামে তাঁর দাম উঠেছিল ১ কোটি ৯০ লক্ষ টাকা। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।