মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল তেলেঙ্গানা। আবাসনের নিরাপত্তারক্ষী বাবার সামনেই পথ কুকুরের ভয়াবহ হামলায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, একদল পথকুকুর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ছে শিশুর উপরে। তাকে কামড়ে, আঁচড়ে হত্যা করে ওই কুকুরের দল। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে সকলেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি তেলেঙ্গানার নিজামাবাদের। শিশুটির নাম প্রদীপ। তার বাবা আবাসনের নিরাপত্তারক্ষী। এদিন বাবার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরে একা ঘুরছিল আবাসন চত্বরে। তখনই আচমকা কুকুরের দল হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে সে। ছুটে পালানোর চেষ্টা করে বেশ কয়েকবার। কিন্তু খুনে মেজাজে থাকা কুকুরগুলি তা হতে দেয়নি। চারদিক থেকে তাকে ঘিরে ধরে তারা। উঠতে গেলেই মাটিতে ফেলে দিচ্ছিল।
এক সময় নিস্তেজ শিশুটিকে একপাশে নিয়ে গিয়েও অত্যাচার চালায় পথকুকুরেরা। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়টা মর্মান্তিক ভিডিও দেখে আঁতকে উঠেছে সকলে। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকে। উল্লেখ্য, এর আগে গুজরাতের সুরাটে চার বছরের এক শিশুর মৃত্যু হয় পথকুকুরের হামলায়। চলতি বছরের জানুয়ারি মাসে বিহারে পথকুকুরের হামলায় ৮০ জন গুরুতর আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মাঝে পথকুকুরের একের পর এক হিংস্রতার ঘটনায় রাস্তায় কুকুরদের খাওয়ানো নিয়ে অশান্তি বাধে মুম্বইতে। মামলা উঠেছিল বম্বে হাইকোর্টে। পথকুকুরদের টিকাকরণ, আশ্রয়ের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন বলেই মন্তব্য করেছিলেন বিচারপতিরা।