প্রতিবছরের মতো এ বছরও ভারত-বাংলাদেশের পক্ষ থেকে বনগাঁ পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পালিত হল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দু’দেশের প্রতিনিধিরা শহিদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো পুষ্পার্ঘ্য শহিদ বেদিতে নিবেদন করেন দু’দেশের প্রতিনিধিরা। ভারত-বাংলাদেশের উৎসাহী নাগরিকরা ভাষা দিবসের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সারা বছর। তবে এ বছর ভাষা দিবসে নোম্যান্সল্যান্ডের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি দু’দেশের সাধারণ নাগরিকরা।