চোট পিছু ছাড়ছে না অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। এর আগে পা ভেঙে যাওয়ায় পুরো বিগ ব্যাশ টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। পা ঠিক হওয়ার পরে মাঠে ফিরতেই এ বার কব্জিতে চোট পেলেন ম্যাক্সওয়েল। ফলত ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর। চিকিৎসকেরা চোট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। তা মেনেই চলতে হবে ম্যাক্সওয়েলকে। চোট সারিয়ে ফিরে শেফিল্ড শিল্ডের ম্যাচে আবার চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ার হয়ে খেলার সময় স্লিপে ক্যাচ ধরতে যান ম্যাক্সওয়েল। কিন্তু বল তাঁর হাতের সামনে ড্রপ খেয়ে গিয়ে লাগে সোজা কব্জিতে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান চিকিৎসকেরা। সাজঘরে নিয়ে যাওয়া হয় ম্যাক্সওয়েলকে। ভিক্টোরিয়ার ইনিংসের সময় ব্যাট করতে নামেননি অজি অলরাউন্ডার।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই ক্রিকেটের বাইরে ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে প্রত্যাবর্তনের কথা ছিল তাঁর। সেই কারণেই শেফিল্ড শিল্ডে খেলছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ার হয়ে প্রথম ইনিংসে তাঁর ৫ রানে আউট হওয়া থেকেই পরিষ্কার যে, ছন্দ ফিরে পাননি তিনি। এ বার চোট পেলেন কব্জিতে। টেস্ট সিরিজে একের পর এক ক্রিকেটারকে চোটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছিটকে গিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও পেসার জস হ্যাজলউড। আর এক পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কতটা সুস্থ হয়ে উঠেছেন তা এখনও নিশ্চিত নয়। তার মধ্যেই আরও এক ক্রিকেটারের চোট অজি শিবিরে। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজের পরেই শুরু আইপিএল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ম্যাক্সওয়েল। গত মরসুমে আরসিবিকে প্লে-অফে তোলার পিছনে ব্যাটে-বলে বড় ভূমিকা পালন করেছিলেন ম্যাক্সওয়েল।