মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন কবি সুবোধ সরকার। তাঁকে ফ্যাসিস্ত আখ্যা দিলেন সুবোধবাবু।
এদিন ভাষা দিবসের মঞ্চে কবি সুবোধ সরকার মমতার ‘রাস্তার ধুলো’ কবিতাটি পাঠ করেন। তবে তার আগে তিনি বলেন, ‘এই কবিতা পাঠের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমার একটা প্রশ্ন আছে। যে প্রশ্নটা গত কয়েকদিন ধরে আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেউ কি পারেন এটা বলতে, যে কোনও কবির লেখা কোনও লাইব্রেরিতে রাখা যাবে না? তিনি বিচারক হন আর যেই হন! আমি মনে করি এটা ফ্যাসিজম। এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।’
সম্প্রতি খিদিরপুরের মধুসূদন লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি। ওই বই কেন লাইব্রেরিতে রাখা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে তারই প্রতিবাদ জানিয়েছেন সুবোধ সরকার। কবিতা পাঠের পর তিনি বলেন, ‘ধুলোর মতো সার্থক যিনি লিখতে পারেন, তাঁকে কিনা কটাক্ষ করা হচ্ছে! একজন বিচারক এই ছোট্ট লাইনটি শুধু একবার লিখে দেখাক।’