মাতৃভাষা দিবসের সকালেই বসেছিল বিধানসভার অধিবেশন। নানা আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে নিজের প্রশ্ন করতে ওঠেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রশ্নটি ছিল বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে। যদিও প্রশ্নটি বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ইংরেজিতে করেন অগ্নিমিত্রা।
আর তারপরই বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফে বিশেষ ‘ধন্যবাদ’ উড়ে আসে বিজেপি বিধায়কের দিকে। পদ্ম বিধায়ককে মাতৃভাষা দিবসে ইংরেজিতে কথা বলার জন্য কটাক্ষ করে ব্রাত্য বলেন, ‘মাননীয়া বিধায়িকাকে ধন্যবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরাজিতে প্রশ্ন করার জন্য।’ ব্রাত্যের সেই মন্তব্যের পরেই প্রশ্নোত্তর পর্বের মধ্যে শুরু হয়ে যায় শাসক দল এবং বিরোধী বিজেপির বিধায়কদের কথা কাটাকাটি। অগ্নিমিত্রা সাফাই গেয়ে বলেন, ‘আমি দশ দিন আগে প্রশ্ন জমা দিয়েছি। বিধানসভায় যদি ইংরেজিতে প্রশ্ন করা না যায়, তবে তখনই বলে দিতে পারতেন। কিন্তু আমাকে এমন কিছু বলা হয়নি।’