ঘনিষ্ঠ মহলে আগেই তিনি জানিয়ে রেখেছিলেন, ভাষা দিবস আর সরস্বতী পুজোর জন্য আমি স্পেশাল দুটো ডিজাইন করে রেখেছি। আমারই করা। ২১ ফেব্রুয়ারি ওটাই পরব। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার দুপুরে ২১ ফেব্রুয়ারির মঞ্চে দেখা গেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো পাড়ের যে সাদা শাড়ি পরেছেন তা নজরে পড়ার মতো।
এমনিতে সরু পাড়। কিন্তু সেই পাড়ে সার দিয়ে লেখা রয়েছে ‘অ’। ওটাই ডিজাইন। আবার ভাষা দিবসের মঞ্চে অতিথি অভ্যাগতদের যে উত্তরীয় দেওয়া হয়েছে, মন্ত্রী ইন্দ্রনীল সেন ঘোষণা করে জানিয়েছেন, সেও দিদিরই ডিজাইন করা। এদিন ভাষা শহিদ দিবসের মঞ্চে সমবেত উদ্বোধনী সঙ্গীত হয়। তার পর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী।