শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র ৪৮ ঘণ্টা পরেই এবছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করেই প্রত্যেক বছরের মতো এ বছরও কন্ট্রোল রুম চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কলকাতার পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের জন্য চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ইতিমধ্যেই সেই কন্ট্রোল রুম কাজ করা শুরু করেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে কেন্দ্রীয়ভাবে যে কন্ট্রোল রুমগুলি চালু করা হয়েছে তার নম্বর ০৩৩২৩২১৩৮২৭ ও ০৩৩২৩৫৯২২৭৪। এরই সঙ্গে বর্ধমানের যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৭ ও ৯৪৭৪০২১১৩৫। মেদিনীপুরে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৫২ ও ৯৪৭৬৩০২৬৮০। উত্তরবঙ্গে যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৮ ও ৯৬০৯৯১৬১৪১। কলকাতায় যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে তার নম্বর ৯১৪৭১৩৫৭৪৯ ও ৮৯৮১৮৩৩৮৯৮।
প্রসঙ্গত, ১৬ই ফেব্রুয়ারি থেকেই এই কন্ট্রোল রুমগুলি ইতিমধ্যেই চালু হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা এই নম্বরগুলিতে ফোন করে জানাতে পারবেন। প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র করে এবার বিশেষভাবে নিরাপত্তামূলক পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। পাশাপাশি পরীক্ষার সময় নজরদারি করার জন্য একটি অ্যাপ ও চালু করেছে পর্ষদ। যেই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র গুলোকে পরীক্ষার বিস্তারিত তথ্য আপডেট করতে হবে। গত বছরের থেকে প্রায় চার লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়ে এবার ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সব মিলিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।