শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে মিলেছিল বিজেপি নেতা দিলীপ বাড়ির দলিল। গত বছর নভেম্বর মাস নাগাদ এই তথ্য সামনে আসার পর তুমুল হইচই হয় রাজ্য রাজনীতিতে। শনিবার ফের দুর্নীতি-তদন্তে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি বলেন, ‘বিজেপি নেতাদের নাম আসলে তখন চোখে সানগ্লাস পরে বসে থাকেন নাকি’? শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডল-সহ মোট ৬ জন ‘এজেন্ট’কে গ্রেফতার করেছে সিবিআই। আর এই এজেন্টদের জেরা করে প্রসন্ন রায়ের যোগের তথ্য উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর। প্রসন্নর অ্যাকাউন্টে চাকরি প্রার্থীদের টাকা ঢোকার তথ্যও পেয়েছে সিবিআই। নগদ টাকাও গিয়েছে মিডলম্যান প্রসন্নর কাছে। প্রসন্নর পরিবারের সদস্যের অ্যাকাউন্টেও টাকা যেত বলেও সন্দেহ সিবিআইয়ের। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল ঘোলা।
এ প্রসঙ্গে শনিবার কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সিবিআই তদন্তে যদি প্রসন্ন রায়ের নাম আবার আসে এবং চন্দন মণ্ডল তাঁর এজেন্ট ছিলেন আসে, তা হলে প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের সম্পত্তির দলির পাওয়া গিয়েছিল, দিলীপ ঘোষকে গ্রেফতার করে কেন কাস্টডি ইন্টারোগেশন হবে না? আজ আদালত বলতে পারছে না?। বিচারপতির নাম উল্লেখ না করে কুণাল ঘোষের তোপ, ‘যে বিচারপতিরা আছেন, তাঁদের কাছে কেস ডায়েরি যাচ্ছে না? আপনারা কেন আজ বলছেন না একে ধরে আনব, ওকে ধরে আনব। দিলীপ ঘোষকে অ্যারেস্ট করুন কেন বলবেন না? কেন কোনও বিচারপতি বলবেন না? যদি প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতির কিংপিন হয়, তাঁর বাড়িতে যাঁর সম্পত্তির দলিল পাওয়া যাচ্ছে তিনি বাইরে ঘুরে জ্ঞান দিয়ে যাচ্ছেন। বিজেপি দেখলে চোখে সানগ্লাস লাগিয়ে বসে থাকেন নাকি?