অভাবের সংসারে মানুষ হয়েছেন। বাবা সেলাইয়ের কাজ করেন। তাই বহু কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে এবার বাংলারও মুখ উজ্জ্বল করলেন সেই ছেলেই। কথা হচ্ছে, উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সুমন সিকদারের। বাংলার যে ৬ জন তরুণ ইসরোতে চাকরির সুযোগ পেয়েছেন সুমন তাদের মধ্যে একজন।
জানা গিয়েছে, মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের তরফে ২০১৯ সালে টেকনিক্যাল বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তখন ফর্ম ফিলাপ করে পরীক্ষায় বসেছিলেন সুমন। তারপর করোনা পরিস্থিতির জেরে ফল প্রকাশ থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সবটাই যেন থমকে গিয়েছিল। তবে এবার সুমনের ঠিকানায় ইসরোর নিয়োগপত্র এসে পৌঁছেছে।
সূত্রের খবর, আগামী ২০ই ফেব্রুয়ারির মধ্যে সুমনকে কর্মক্ষেত্রে যোগদান করতে হবে। সেই কারণে সুমন আজ শ্রীহরিকোটার উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, করোনার সময় খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর জীবন। সুমন এও বলেন, ভাবিনি ইসরো কাজ করার সুযোগ পাব। শেষমেশ নির্বাচিত হয়েছি বলে খুব খুশি।”