জমজমাট হয়ে রইল কাম্প নু। বৃহস্পতিবার
ইউরোপা লিগে প্রথম বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতের ম্যাচে ঘরের মাঠে কোনও মতে হার বাঁচাল বার্সা। খেলা শেষ হল ২-২ ফলে। এদিন পুরো ম্যাচ জুড়েই শাসন করেছে এরিক টেন হ্যাগের দল। ঘরের মাঠে বার্সেলোনাই কিছুটা পিছিয়ে ছিল। প্রথমার্ধে মার্ক আন্দ্রে টের স্টেগেনের দৌলতে গোল হজম করতে হয়নি বার্সাকে। তিনটি অসাধারণ সেভ করেন জার্মান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় বার্সেলোনাই। কর্নার থেকে গোল করেন মার্কোস আলোন্সো। কিন্তু সমতা ফেরাতে সময় নেয়নি ম্যান ইউ। তিন মিনিট পরেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। বার্সা গোলকিপার এবং প্রথম পোস্টের মাঝ দিয়ে বল জড়িয়ে দেন জালে।
এরপর সাত মিনিট পরেই দ্বিতীয় গোল পায় রেড ডেভিলসরা। ছোট কর্নার থেকে পাস পেয়ে বক্সের দিকে দৌড়ে যান রাশফোর্ড। সতীর্থদের উদ্দেশে ক্রস করেন। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন বার্সেলোনার জুলেস কুন্ডে। এর পরেই লাল কার্ডের দাবিতে সরব হন ম্যান ইউয়ের খেলোয়াড়রা। বক্সের বাইরে রাশফোর্ডকে ফাউল করেছিলেন কুন্ডে। সেই ফাউল না হলে গোল করে ফেলতেন রাশফোর্ড। কিন্তু রেফারি ম্যান ইউয়ের আবেদনে সাড়া দেননি। সমতা ফেরানোর জন্য শেষ দিকে মরিয়া হয়ে উঠেছিল বার্সেলোনা। এবং সফলও হয়। বক্সের বাইরে থেকে ক্রস করেছিলেন রাফিনহা। কিন্তু ম্যান ইউ গোলকিপার ডেভিড দ্য খেয়ার নাগাল এড়িয়ে বল ঢুকে যায় গোলে। চোটের জন্য ফিরতি লেগে খেলতে পারবেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। পাশাপাশি কার্ড সমস্যার জেরে ওল্ড ট্র্যফোর্ডে নামতে পারবেন না আর এক মিডফিল্ডার গাভিও। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে বার্সা শিবিরকে।