এবার নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের প্রশ্নবাণে জর্জরিত সিবিআই। হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার ৭ অভিযুক্তকে আদালতে পেশ করতেই বিচারপতির প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। এদিন আদালতে জামিনের আবেদন করেন অভিযুক্তরা।
সেই আবেদনের শুনানিতে বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেন, তদন্তে কী অগ্রগতি হয়েছে? নতুন কোনও তথ্য বা নথি উদ্ধার হয়েছে কি? কেন অভিযুক্তদের ১৬৪ ধারায় বয়ান রেকর্ড করায়নি সিবিআই? তদন্তে অগ্রগতি না হলে এভাবে অভিযুক্তদের আটকে রাখা যায় না। এব্যাপারে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে। জবাবে কোনও সদুত্তরই দিতে পারেননি সিবিআইয়ের আইনজীবী।