আর্থিক বৃদ্ধিতে সারা দেশের নিরিখে এগিয়ে বাংলা। দেশের অর্থনীতি ২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম অর্ধে ৬.৯৫ শতাংশ হারে উন্নতির সম্ভাবনা থাকলেও বাংলার অর্থনীতি ৮.৪১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এমনটাই বলা হল রাজ্য বাজেট প্রস্তাবে। শিল্পক্ষেত্রেও গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত যেখানে দেশের সামগ্রিক উন্নয়নের হার ৫ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গের হার ৭.৮ শতাংশ।
উল্লেখ্য, রাজ্যের কর রাজস্ব আদায়ের বড় অংশ আসে জিএসটি, বাণিজ্য কর, স্ট্যাম্প ডিউটি, এক্সাইজ, ভূমিরাজস্ব ও মোটর ভেহিক্যালস ট্যাক্স থেকে। তবে এর মধ্যেই কেন্দ্রের নীতির জন্য রাজ্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র। চলতি আর্থিক বছরে এই ক্ষতি অন্তত ৫২৩৪ কোটি টাকা।
তাঁর দাবি, ‘কেন্দ্র সরকার মূলধনী খাতে খরচ নিয়ে একটি নোট দেয়, যার জেরে রাজ্যের রাজস্বখাতে ঘাটতি অনুদান ১৩৫৮৭ কোটি থেকে কমিয়ে ৮৩৫৩ কোটি করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রের নীতির জন্য রাজ্যের ক্ষতি হয়েছিল ৫২৩৪ কোটি টাকা। এখন কেন্দ্র কর না নিয়ে বেশি করে সেস ও সারচার্জ বাড়িয়ে দিচ্ছে। কর নিলে ৪১ শতাংশ সংশ্লিষ্ট রাজ্য ফেরত পায়। কিন্তু সেস বা সারচার্জ নিলে তা ফেরত মেলে না।’ বস্তুত, অর্থনৈতিক বিশেষজ্ঞরা এটিকে কেন্দ্রের ‘চালাকি’ বলে মনে করছেন।