ক্রমল উত্তেজনা বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবার আসন্ন মহিলা প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করল বিসিসিআই। প্রতিযোগিতা শুরু হবে ৪ঠা মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস। ফাইনাল হবে ২৬শে মার্চ। মহিলাদের প্রথম আইপিএল চলবে ২৩ দিন ধরে। পাঁচটি দল পরস্পরের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে লিগ পর্বে। প্রথম ম্যাচ হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ফাইনাল হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে। মুম্বইয়ের এই দুই স্টেডিয়ামেই প্রথম মহিলা প্রিমিয়ার লিগের ২২টি ম্যাচ হবে। প্রতিটি স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ হবে। ২১শে মার্চ লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্জ।
পাশাপাশি, ৫ই মার্চ, ১৮ই মার্চ, ২০শে মার্চ এবং ২১শে মার্চ হবে দু’টি করে খেলা। এই চার দিন প্রথম খেলা শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। বাকি সব দিন একটি করে খেলা হবে। সেই দিনগুলিতে খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। ২৪শে মার্চ হবে এলিমিনেটর। লিগ পর্বের দ্বিতীয় এবং তৃতীয় দল মুখোমুখি হবে ফাইনালের যোগ্যতা অর্জন করার জন্য। লিগ পর্বের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনাল খেলবে। রবিবার মহিলাদের আইপিএলের নিলাম হয়েছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ি মোট ৮৭ জন ক্রিকেটারকে কিনেছে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৩০। সব থেকে বেশি দাম উঠেছে স্মৃতি মন্ধানার। ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ককে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।