আয়কর দফতরের একাধিক দল বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। আয়কর বিভাগের কর্মকর্তারা বিবিসির কর্মীদের ফোন বাজেয়াপ্ত করে নিয়েছে বলে জানা গিয়েছে রিপোর্টে। গণমাধ্যমের সঙ্গেও বিবিসি কর্মীদের কথা বলতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে আয়কর দফতর দিল্লি ও মুম্বইয়ের অফিসে ‘সার্ভে’ ও তল্লাশি চালাচ্ছে আয়কর আধিকারিকরা।
এই নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল কংগ্রেস। বর্তমানে এ বিষয়ে বিবিসির কোনও প্রতিক্রিয়া না দিলেও কংগ্রেস এই ‘সার্ভে’ নিয়ে আপত্তি জানিয়েছে। কংগ্রেস বলছে, এই পদক্ষেপেই বোঝা যাচ্ছে দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। কংগ্রেস বলেছে যে আগে বিবিসি ডকুমেন্টারি নিষিদ্ধ করা হয়েছিল এবং এখন সেখানে অভিযান চালানো হয়েছে। এটি একটি অঘোষিত জরুরি অবস্থা।
সরকারকে আক্রমণ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’ দেখাচ্ছে বিজেপি। জয়রাম রমেশ বলেছিলেন যে এই অভিযানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তিনি বলেন, একদিকে আমরা আদানির মামলায় যুগ্ম সংসদীয় কমিটির দাবি করছি। অন্যদিকে সরকার শুধু একটি তথ্যচিত্রের জন্য বিবিসি অফিসে অভিযান চালিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আয়কর দফতরের দলগুলি দিল্লি ও মুম্বই সহ মোট ২২টি জায়গায় বিবিসি অফিসে পৌঁছেছে এবং তল্লাশি চালাচ্ছে।