‘আচ্ছে দিনে’ নাভিশ্বাস উঠছে দেশবাসীর। এবার যেমন মোদী জমানায় আবারও ঊর্ধ্বগামী মুদ্রাস্ফীতির হার। সোমবার প্রকাশিত সরকারি তথ্য বলছে, জানুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ৬.৫২ শতাংশে পৌঁছে গিয়েছে। এটি গত তিন মাসের সর্বোচ্চ। কেন্দ্রের হিসাব বলছে, মূলত বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণেই এই প্রভাব। কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই)-ভিত্তিক মূল্যস্ফীতির হার ডিসেম্বর মাসে ৫.৭২ শতাংশ ছিল।
জানুয়ারিতে সেটি বেড়ে ৬.০১ শতাংশে দাঁড়িয়েছে। উল্লেখ্য, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৫.৯৪ শতাংশ। এর আগের মাসে, ডিসেম্বরে এটি ৪.১৯ শতাংশ ছিল। জানুয়ারির ৬.৫২ শতাংশ মুদ্রাস্ফীতির হার গত তিন মাসের সর্বোচ্চ। এর আগে শেষবার ২০২২ সালের অক্টোবরে এটি ৬.৭৭ শতাংশ ছুঁয়েছিল।