রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ফের কড়া কটাক্ষে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার সকালে রাজভবনে আনন্দের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠকের আধ ঘণ্টার মধ্যেই রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকে ডেকে কথা বলেন রাজ্যপাল। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পরে কী কী ব্যবস্থা নিয়েছে নবান্ন, মন্ত্রীর কাছে তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল আনন্দ। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের আইনশৃঙ্খলা থেকে লোকাযুক্ত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজ্যপাল বিবৃতি জারি করেন। কড়া ভাষায় জানিয়েছিলেন, সব কিছুর উপরেই নজর রয়েছে তাঁর। এরপরই শনিবার বীরভূমের ময়ূরেশ্বরের সভা শেষে মুখ খুলেছিলেন শুভেন্দু। ‘‘আমার বিশ্বাস, তিনি (রাজ্যপাল) ট্র্যাকে আসতে শুরু করেছেন’’, বলেছিলেন তিনি। সোমবার বিধানসভায় রাজ্যপালের জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী। ভাষণের শুরু থেকেই শুভেন্দুকে নিশানা করেন মমতা। সেই সময় রাজ্যপাল প্রসঙ্গে শুভেন্দুর ওই মন্তব্যের সূত্র ধরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বলছে, রাজ্যপালকে নাকি গ্রিপে এনেছেন! উনি কি রাজ্যপালের উপেদেষ্টা?’’
প্রসঙ্গত এদিন শুভেন্দুকে নিশানা করতে গিয়ে মমতা বলেন, ‘‘বলছে, রাজ্যপালকে নাকি গ্রিপে (নিয়ন্ত্রণে আনা) এনেছে!’’ রাজ্যপাল পদে শপথগ্রহণের পর থেকেই আনন্দের সঙ্গে মমতার সরকারের দেখেছেন রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা গিয়েছে রাজ্যপালের কণ্ঠে। অন্য দিকে, রাজ্যপাল সম্পর্কে মমতাও বলেছেন, ‘‘উনি ভদ্র, ভাল মানুষ।’’ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণেও সেই ‘সুসম্পর্কে’র ছাপ দেখা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের এমন মধুর সম্পর্ক স্বাভাবিকভাবেই গোঁসার কারণ হয়েছিল পদ্মশিবিরের।