আগামীকাল ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার দিনে ‘কাউ হাগ ডে’ পালনের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় পশুকল্যাণ বোর্ড। সেদিন গোমাতাকে জড়়িয়ে ধরার পরামর্শ দেওয়া হয়েছিল। মোদী সরকারের এহেন সিদ্ধান্তে নেটপাড়ায় উঠেছিল ব্যঙ্গ-বিদ্রূপের রোল। চাপে পড়ে শেষ পর্যন্ত আবার সেই প্রস্তাব ফিরিয়েও নেওয়া হয়। এবার সেই ‘কাউ হাগ ডে’র প্রসঙ্গ টেনে কেন্দ্রকে একহাত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে মন্তব্য করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বলছে ভ্যালেন্টাইনস ডে তে গরুকে জড়িয়ে ধরতে হবে!”
এরপরই মমতার তীব্র রসিকতা, “গরু যদি গুঁতিয়ে দেয় তখন কী হবে?” বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। এর সঙ্গেই তাঁর বক্তব্য, “বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? কাউ হাগ ডে ঘোষণা করার আগে ১০ লাখ টাকা করে বিমা করিয়ে দিন। আর মোষকে জড়িয়ে ধরতে হলে ২০ লাখ টাকার বিমা করিয়ে দিন। তাহলে আমরা নিশ্চিত সমর্থন করব।” পাশাপাশি, এদিন কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। মনে করিয়ে দেন বাংলার প্রতি মোদী সরকারের দুয়োরানিসুলভ আচরণের কথা।