এবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন না শুভেন্দুই৷ তাঁর অভিযোগ, তৎকালীন তমলুকের সাংসদ এবং সিপিএমের দাপুটে নেতা লক্ষ্মণ শেঠের সঙ্গে বোঝাপড়া করেছিলেন শুভেন্দু।
রাজ্যপালের বাজেট অধিবেশনের উপরে এ দিন বিধানসভায় বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ রাখেন৷ শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠতেই তপ্ত হয়ে ওঠে অধিবেশনের পরিবেশ৷ রাজ্যপালকে দিয়ে অসত্য ভাষণ পাঠ করানো হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা৷ এ নিয়েই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ শেষ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারির নির্দেশ দেন অধ্যক্ষ৷ এর পরেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি-র বিধায়করা৷