সম্প্রতিই মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন ভারতের মেয়েরা। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা ছিলেন বঙ্গতনয়া রিচা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শেষে সিনিয়র দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন তিনি। সেখানে প্রথম ম্যাচে ফের সফল হলেন রিচা। ব্যাট হাতে খেললেন ঝোড়ো ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে রিচা যখন ব্যাট করতে নামেন তখন অধিনায়ক হরমনকে হারিয়ে চাপে ভারত। পাকিস্তানকে হারাতে ৩৯ বলে দরকার ছিল ৫৭ রান। সেখান থেকে জেমাইমাকে সঙ্গে নিয়ে দুরন্ত ইনিংস খেললেন শিলিগুড়ির রিচা। মাঝে এক বার তাঁকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন রিচা। দেখা যায় বল তাঁর গ্লাভসে লেগেছে। ব্যস, তারপর আর আটকানো যায়নি তাঁকে।
উল্লেখ্য, আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিংয়ের জন্য বরাবরই সুপরিচিত রিচা। কোনও মাঠই তাঁর কাছে বড় নয়। কয়েক মাস আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর আগ্রাসী ইনিংস দলকে জিতিয়েছিল। সেই একই কাজ আরও এক বার করলেন তিনি। রিচা যখন মাঠে ছিলেন তখন ডাগআউটে নিশ্চিন্ত দেখাচ্ছিল হরমনপ্রীতকে। রিচাকে আউট দেওয়ার পরে যখন রিভিউতে দেখা গেল তিনি নটআউট, তখন আরও এক বার চওড়া হাসি দেখা গেল ভারত অধিনায়কের মুখে। তিনি জানতেন, রিচা যত ক্ষণ রয়েছেন তত ক্ষণ তাঁরা লড়াইয়ে রয়েছেন। ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন রিচা। ৫টি চার মেরেছেন। শেষ পর্যন্ত জেমাইমা-রিচার জুটিতে ৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।