চোট সারিয়ে ফের জাতীয় দলের হয়ে ময়দানে ফিরতে চলেছেন তিনি। আচমকা হাঁটুর চোটের জেরে ক্রিকেটজীবনই সংশয়ের মুখে পড়েছিল তাঁর। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আবার ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবীন্দ্র জাদেজা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। তবে সেই হতাশা ভুলে অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে প্রমাণ করতে মরিয়া ভারতের এই অলরাউন্ডার। রবিবার বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারেই বোঝা গেল, ফিরতে কতটা মুখিয়ে রয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। জাদেজা বলেছেন, “প্রায় পাঁচ মাস পরে আবার ভারতীয় দলের জার্সি পরতে পেরে খুবই খুশি। আমি প্রচণ্ড উত্তেজিত এবং খুশি। আবার জাতীয় দলে ফিরতে পেরে আপ্লুত। অনেক উত্থান-পতন জড়িয়ে রয়েছে এই প্রত্যাবর্তনে। পাঁচ মাস ক্রিকেট খেলতে না পারা খুবই হতাশার ব্যাপার। দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছিলাম যাতে ভারতের হয়ে খেলায় ফিরতে পারি।” বিশ্বকাপের পর অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত যে কঠিন ছিল, সেটা মেনে নিয়েছেন জাডেজা। পাশাপাশি এটাও জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ শোনা দরকার ছিল। “হাঁটু নিয়ে একটা সমস্যা ছিলই। তাই আজ না হোক কাল, অস্ত্রোপচার করতেই হত। বিশ্বকাপের আগে না পরে করব, সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হত। চিকিৎসকই পরামর্শ দেন বিশ্বকাপের পর করার। কারণ বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা প্রায় ছিলই না। তাই নিজের মনকে তৈরি করি এবং অস্ত্রোপচারের জন্যে রাজি হয়ে যাই”, জানিয়েছেন তিনি।
পাশাপাশি, জাডেজার মতে, “অস্ত্রোপচারের পর একটানা রিহ্যাব এবং অনুশীলন চালাতে হয়। সেটা বেশ কঠিন কাজ। টিভিতে ম্যাচ দেখার সময় বার বার নিজের চোটের কথা মনে পড়ত। ভাবতাম, আমিও বিশ্বকাপে খেলতে পারতাম। তবে এগুলোই দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে আমার অনুপ্রেরণা হিসাবে কাজে লেগেছে।” জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং সেখানকার চিকিৎসকদের ধন্যবাদও জানিয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। রবিবার ছুটির দিন হওয়ার সত্ত্বেও জাদেজার শুশ্রূষার কারণে এনসিএ-তে হাজির হতেন তাঁরা। জাদেজা বলেছেন, “চোটের পর দু’মাস আমি কোথাওো বেরোতে পারিনি। ঠিক ঠাক হাঁটতে পারতাম না। খুব কঠিন সময় ছিল সেটা। পরিবার এবং বন্ধুরা সেই সময় পাশে দাঁড়িয়েছে। এনসিএ-র প্রশিক্ষকরাও খুব সাহায্য করেছেন।” গত মাসে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জির ম্যাচে খেলেন জাদেজা। প্রথম দিকে ফিরতে সমস্যা হয়েছিল। ক্রমশ ছন্দে ফেরেন তিনি। একটি ম্যাচে আট উইকেটও নেন। এবার আসন্ন অজি সিরিজে কতটা জ্বলে ওঠেন ‘জাড্ডু’, সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।