একুশের ভোটযুদ্ধের পর থেকে ক্রমাগতই কমছে বিজেপির বিধায়ক সংখ্যা। রবিবার সুমন কাঞ্জিলালের দলবদলের পর তা ৭৭ থেকে একেবারে ৬৯-এ এসে দাঁড়িয়েছে। এবার আরও ৮ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে হাওয়ায় জল্পনা ছড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত, কাঁথির সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘একটু দরজাটা খুলব? একটু খুলি? ১০ সেকেন্ডের জন্য?’ তারপর বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। রবিবার বিকেলে দেখা গিয়েছে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেছেন। এরই মধ্যে ঘাসফুল শিবির দাবি করেছে, আরও আট জন বিজেপি বিধায়ক ক্যামাক স্ট্রিটের দরজায় আছেন।
এ নিয়ে গেরুয়া শিবিরের বিধায়ক মনোজ টিগ্গাকে বিধানসভায় সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন , ‘আমি কারও নাম দিইনি। আমরা সংবাদমাধ্যমে শুনছি উত্তরবঙ্গের বিধায়করা যেতে পারেন। কিন্তু নির্দিষ্টভাবে কে বা কারা তা জানি না।’ মনোজ আরও বলেন, ‘উত্তরবঙ্গে ২৬-২৭ জন বিজেপির বিধায়ক আছেন। যদি জানতাম কারা যাবেন তাহলে তাঁদের সঙ্গে কথা বলতাম।’ বিজেপিতে গুঞ্জন, উত্তরবঙ্গের অনেক বিধায়ক ক্ষিপ্ত হয়ে রয়েছেন সাংসদ রাজু বিস্তার উপর। দলে জানিয়েও নাকি লাভ হচ্ছে না। আর তাই দলত্যাগের পথেই হাঁটতে পারেন তাঁরা।