একুশের ভোটযুদ্ধের পর থেকে ক্রমাগতই কমছে বিজেপির বিধায়ক সংখ্যা। রবিবার সুমন কাঞ্জিলালের দলবদলের পর তা ৭৭ থেকে একেবারে ৬৯-এ এসে দাঁড়িয়েছে। এবার আরও ১৩ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে হাওয়ায় জল্পনা ছড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের মুখপাত্র তথা ছাত্রনেতা সুদীপ রাহা টুইটে দাবি করেছেন, অভিষেকের দফতরের বাইরে আরও ১৩ জন বিজেপি বিধায়ক লাইন দিয়ে রয়েছেন৷ একই সঙ্গে কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারীকে তাঁর কটাক্ষ, ‘বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল৷ ক্যামাক স্ট্রীটের দরজায় অপেক্ষায় আছেন আরও ১৩ জন৷ বিরোধী দলনেতার মর্যাদা টিকবে তো?’
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরে সভা করতে গিয়ে বিজেপিতে বড় ভাঙন ধরানোর প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হুমকির সুরেই তিনি বলেছিলেন, ‘দরজাটা ছোট করে একটু খুলব নাকি? একটু খুলি? ১০ সেকেন্ডের জন্য?’ তারপর মাস ঘুরতেই রবিবার বিকেলে দেখা গিয়েছে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেছেন। এরই মধ্যে এবার ঘাসফুল শিবিরের তরফে সুদীপের দাবি, আরও ১৩ জন বিজেপি বিধায়ক ক্যামাক স্ট্রিটের দরজায় আছেন।