এবার দিল্লীতে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের (আইবি) ডিরেক্টরের সরকারি বাংলোয় হুলুস্থুল কাণ্ড। সেখানে নিজের সার্ভিস কালাশনিকভ থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআরপিএফ জওয়ান। শুক্রবার সন্ধ্যায় দিল্লীর তুঘলক রোডে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী ৫৩ বছরের রাজবীর কুমার সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। আইবির ডিরেক্টরের বাড়ির নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীতে ছিলেন তিনি। নিজের সার্ভিস কালাশনিকভ থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েক দিনের ছুটি কাটিয়ে শুক্রবারই বাড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দিয়েছিলেন রাজবীর। পারিবারিক কারণে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।