হাতে আর বেশিদিন নেই। চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার জনসংযোগে আরও জোর দিল তারা। ‘দিদির সুরক্ষাকবচ’, ‘দিদির দূত’-এর পাশাপাশি এবার শুরু হল ‘অঞ্চলে একদিন’ কর্মসূচি। বৃহস্পতিবার নিজের পাড়া থেকে সেই কাজ শুরু করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে বৃহস্পতিবার সন্ধেবেলা এলাকাবাসীকে নিয়ে মেতে উঠলেন সান্ধ্য আড্ডায়।
গতকাল সুকিয়া স্ট্রিটের একটি চায়ের দোকানে আশেপাশের লোকজনকে সঙ্গে নিয়ে বেশ খোশমেজাজেই গল্পগুজব করলেন কুণাল। এ নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘অঞ্চলে একদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক অভিনব কর্মসূচি। সকাল থেকে রাত, মানুষের সঙ্গে মিলিত হওয়ার ভাল উদ্যোগ। শাসকদল কী কী কাজ করেছে, তা নিয়ে অনেকে জানতে চাইছেন। অনেকে প্রশংসাও করছেন। তাঁরা কী কী সুবিধা পেয়েছেন, জানাচ্ছেন। কারও আবার কোনও অভিযোগ থাকলে বলছেন। আমরা সেটা নেতৃত্বের কাছে পৌঁছে দিচ্ছি। সবমিলিয়ে মানুষের সঙ্গে দলের যে ফাঁক থাকে, তা মেটানোর একটা প্রয়াস। এখানে একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে মানুষ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে।’