আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবারের বাজেট বক্তৃতায় তিনি জানালেন, দাম কমতে পারে টিভি-চিমনির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সেই সঙ্গে ক্যামেরা লেন্স, ব্যাটারি-সহ একাধিক জিনিসের দাম কমতে পারে। বেশ খানিকটা বাড়বে সিগারেটের দাম। বাড়বে বিদেশী খেলনার দামও।
প্রসঙ্গত, দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের ওপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তার ফলে বেশ খানিকটা কমবে টিভির দাম। ক্যামেরার লেন্সের মতো আরও বেশ কয়েকটি জিনিসের আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে দাম কমবে ক্যামেরা লেন্সের।
বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। চিমনির আমদানি শুল্ক কমায় দাম কমবে। সস্তায় পাওয়া যাবে দেশে তৈরি খেলনাও। শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমে যাবে। দাম কমেছে হিরের গয়নারও।
কেন্দ্রীয় বাজেটের পরে দাম বাড়ছে সিগারেটের। একধাক্কায় ১৬ শতাংশ বাড়তে পারে সিগারেটের দাম। সেই সঙ্গে চীন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। মহার্ঘ হয়েছে মূল্যবান ধাতু। সোনা, রুপো, প্ল্যাটিনামের মতো ধাতুর দাম বাড়ায় গয়না ও বাসনের দাম বাড়ছে।