আর বেশি দেরি নেই। ফের ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই তুঙ্গে রাজনীতির পারদ। এবার সেই আবহেই উত্তপ্ত হয়ে উঠল গাইঘাটা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধও হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় গাইঘাটা জলেশ্বর শিব মন্দির লাগোয়া পার্কে পিকনিক করছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা পশ্চিম ব্লকের প্রাক্তন সভাপতি সুভাষ হালদার-সহ কয়েকজন। সেখানে আমন্ত্রণ পেয়েই গিয়েছিলেন সুভাষ হালদার। আর সন্ধ্যা নামতেই শিব মন্দিরের পাশ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সুভাষ হালদারের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছেন সুভাষবাবু।
স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, জলেশ্বর শিব মন্দির কমিটির সভাপতি সহদেব হালদার এখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে অসামাজিক কার্যকলাপ চালায়। তারাই এই হামলা চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতে জলেশ্বর মন্দির এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যা নিয়ে এলাকাজুড়ে ছড়ায় তুমুল চাঞ্চল্য।
