নতুন পদক্ষেপের পথে রাজ্য পরিবহণ দফতর। বাংলাজুড়ে আগামী ১লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের প্রক্রিয়া। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সরকারি গাড়ি বাতিল করা হবে। তার পর ধাপে ধাপে বেসরকারি গাড়ি বাতিলের পথে হাটবে রাজ্য। মঙ্গলবার এক অনুষ্ঠানে গিয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই মর্মে রাজ্যের সমস্ত আরটিও-কে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহণ নীতি অনুযায়ী ১৫ বছরের উপর গাড়িকে ধাপে ধাপে বাতিল করা হবে। বাতিল করা গাড়িকে ভাঙার জন্য প্রতিটি জেলায় স্ক্র্যাপ ইউনিটও তৈরি করা হবে।”
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে হাতে গোনা কয়েকটি স্ক্র্যাপ ইউনিট রয়েছে। কিন্তু ১লা এপ্রিল থেকে গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হলে তার দিয়ে কাজ হবে না। এই পরিস্থিতে রাজ্যে আর স্ক্র্যাপ ইউনিট তৈরি করা হবে। এর জন্য রাজ্য সরকার একটি নীতিও তৈরি করছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। পরিবহণমন্ত্রী বলেছেন, পুরনো গাড়ি জমা দিলে গাড়ির মালিকরা বৈধ কাগজপত্র পাবেন। সে ক্ষেত্রে আগের বরাদ্দ রুট পারমিটে নতুন গাড়ি কিনতে পারবেন গাড়ির মালিকরা। এছাড়া নতুন গাড়ি নেওয়ার আগে পছন্দের নম্বরে জন্য আবেদন জানানো যাবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিছু কর ছাড় দেওয়ারও ভাবনা-চিন্তা করছে রাজ্য সরকার। রাজ্যে বাজেটেও এ নিয়ে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই নম্বরের জন্য যদি একাধিক ব্যক্তি আবেদন করেন, সেক্ষেত্রে যিনি বেশি দাম দেবেন তাঁকেই ওই নম্বর দেওয়া হবে। সাধারণ ক্রেতারা অবশ্য উপলব্ধ নম্বর থেকে নিজের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন বলে জানানো হয়েছে।
