বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের অভিযোগে সরব তৃণমূল। আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় অভিযোগ করেন, বাংলায় অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার।
তাঁর অভিযোগ, গরিব মানুষ যারা শ্রমদান করেছেন বিশেষত প্রকল্পে গত এক বছর ধরে তাঁরা মজুরি পাচ্ছেন না। সুখেন্দু বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি হয়েছে, ভুয়ো জবকার্ড হয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার যে যে বিষয়গুলি উল্লেখ করেছে সেগুলি সংশোধন করা হয়েছে।
সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘কেন্দ্র বলছে, দুর্নীতি হয়েছে, ভুয়ো জবকার্ড হয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার যে যে বিষয়গুলি উল্লেখ করেছে সেগুলি সংশোধন করেছি আমরা। ভুয়ো জবকার্ডে এক নম্বরে রয়েছে উত্তর প্রদেশ।। দু’নম্বরে মধ্যপ্রদেশ। তিন নম্বরে গুজরাত। যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য। সবগুলো বিজেপি-শাসিত রাজ্য। কিন্তু সেখানে তো কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে না’।
তিনি আরও বলেন, ‘বিজেপি শাসিত এই সমস্ত রাজ্যগুলোতে তো টাকা আটকে রাখা হচ্ছে না। সুতরাং বাংলা বিরোধী একটা সরকার চলছে। যেহেতু ওরা দামামা বাজিয়ে ‘অবকি বার ২০০ পার’ স্লোগান দিয়েছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়েছে। এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে’।