আগামী ৮ ফেব্রুয়ারি থেকে রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে। ৯ ফেব্রুয়ারি শোকপ্রস্তাব পেশ হবে। তার আগে ৭ ফেব্রুয়ারি বিধানসভার কার্যপরিচালন কমিটির বৈঠক। সেখানেই রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সময়সীমা ও বাজেট পেশের দিনক্ষণও চূড়ান্ত হবে। আর এসবের আগেই রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের পরিষদীয় রীতি-নীতি শেখাতে কর্মশালা বসছে বিধানসভায়। তৃণমূলের প্রায় ৭০ জন এবং বিরোধী দলের জনা ৫৫ বিধায়ক এবারই প্রথম জিতে বিধানসভায় পা রেখেছেন। তবে দ্বিতীয় বা তৃতীয়বার জয়ী বিধায়করাও চাইলে পরিষদীয় রীতিনীতি শেখার ওই কর্মশালায় যোগ দিতে পারেন বলে মঙ্গলবার জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধায়কদের এই প্রশিক্ষণ শিবির নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘শেখা ও জানার কোনও শেষ নেই। প্রতিনিয়ত পরিষদীয় ও সংসদীয় রীতিনীতি বদল হচ্ছে। তাই যে কোনও বিধায়ক এসে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে পারেন।’ উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০.৪৫ মিনিটে বিধায়কদের এই কর্মশালা শুরু হবে নতুন অডিটোরিয়ামে। চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। প্রশিক্ষকের ভূমিকায় থাকার কথা সাংসদ সৌগত রায়, প্রাক্তন পরিষদীয় মন্ত্রী প্রবোধ সিনহা, বর্তমান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া, তাপস রায় প্রমুখ। স্পিকার জানিয়েছেন, ‘বিরোধী দলনেতা ও মনোজ টিগ্গা-সহ সমস্ত বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হয়েছে কর্মশালায়।’
