সোমবারই উদ্বোধন হয়েছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। এবারের মেলার থিম কান্ট্রি হল স্পেন। বিগত ২০০৬ সালেও স্পেন থিম কান্ট্রি ছিল। তখন বইমেলা আয়োজিত হত ময়দানে। এখন তা আয়োজিত হয় সেন্ট্রাল পার্কে। মঙ্গলবার স্প্যানিশ ফেডারেশন অব পাবলিশার্স গিল্ডের ডিরেক্টর আন্তোনিও মারিয়া আভিয়া জানিয়েছেন, আগামী ২০২৫ সালের মাদ্রিদ বুক ফেয়ারে ‘ফোকাল থিম কান্ট্রি’ হবে ভারত। সেখানে আলাদাভাবে উপস্থিত থাকবে কলকাতা বইমেলাও। প্রসঙ্গত, ২০০৬-তে ময়দানে শেষবারের মতো বসেছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলার আসর। সেবারও ফোকাল থিম কান্ট্রি ছিল স্পেন। এবছর নিজস্ব ঠিকানা পেয়েছে বাঙালির বই-পরব। সল্টলেক সেন্ট্রাল পার্ক হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ।
উল্লেখ্য, ঠিকানা স্থায়ী হওয়ার পর এবারই প্রথম বইমেলা। সেখানেও ফোকাল থিম কান্ট্রি স্পেন। এহেন সমাপতনের আবহেই আন্তোনিও মারিয়া আভিয়া জানিয়েছেন, স্প্যানিশ গিল্ড বার্সেলোনা এবং মাদ্রিদ – এই দুই শহরে মেলা আয়োজন করে। এবছর সেখানকার ফোকাল থিম কান্ট্রি পোল্যান্ড, ২০২৪ সালে চিলি হবে ফোকাল কান্ট্রি। ২০২৫ সালের বইমেলার থিম কান্ট্রি হিসেবে তিনি ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন। আভিয়ার বক্তব্য, ভারতীয় ঐতিহ্যকে তারা স্পেনীয়দের সামনে তুলে ধরতে চান। গিল্ডের তরফে জানানো হয়েছে, কলকাতা বইমেলা মাদ্রিদে আয়োজিত বইমেলায় অংশ নেবে। রাজধানীর বুকে বাংলা বইমেলার আয়োজন করার প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই বিষয়ে দিল্লীর প্রকাশকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে গিল্ড। গিল্ড সূত্রে খবর, দিল্লীতে বইমেলা হলে বঙ্গভবনে প্রকাশকদের থাকার ব্যবস্থা করা হবে। প্রগতি ময়দানে আয়োজিত হবে বাংলা বইমেলা। সেই মর্মেই আলোচনা করা হবে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
