মোদী-জমানায় দেশে ক্রমশ প্রকট হয়ে উঠেছে অর্থনীতির বেহাল দশা। আর্থিক ঘাটতি বেড়েই চলেছে। কোষাগার ভরাতে কি এবার সরকারি বিমা প্রকল্পগুলির প্রিমিয়াম বাড়াতে চলেছে মোদী সরকার? মিলেছে তেমনই ইঙ্গিত। আজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। উল্লেখ্য, গত বছর জুন মাসে আমজনতার জন্য কেন্দ্রের বিভিন্ন বিমা প্রকল্পের প্রিমিয়ামের অঙ্ক বৃদ্ধি করেছিল কেন্দ্র। বিমা প্রকল্পগুলির এখনকার অবস্থা কেমন তা জানতে চাইছে সরকার। সেই কারণেই নাকি বৈঠক ডাকা হয়েছে। অর্থমন্ত্রকের কর্তারা বৈঠকে হাজির থাকবেন। শোনা যাচ্ছে, ফের বিমার প্রিমিয়াম বাড়ানো হবে কি না, তা নিয়েও চলবে আলোচনা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটের আগেই নানান মহলের সঙ্গে আলোচনা শুরু করেছে অর্থমন্ত্রক। এতে উস্কে উঠছে নানান জল্পনা। আগামী অর্থ বছরে বিভিন্ন সরকারি বিমার প্রিমিয়াম বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার কেমন চলছে সে প্রশ্নও উঠছে। মনে করা হচ্ছে ফসল বিমা যোজনার প্রিমিয়ামও বাড়ানো হবে? বিমা থেকে সরকারি সংস্থা এবং বেসরকারি বিমা সংস্থার ভালই লাভ হচ্ছে। পরিসংখ্যান বলছে, শেষ তিন বছরে ফসল বিমার প্রিমিয়াম বাবদ ১ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা এসেছে। ওই সময়সীমার মধ্যে কৃষকদের বিমার দাবি মেটাতে ১ লক্ষ ১৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। সোজা হিসেবেই বলে দিচ্ছে, প্রিমিয়াম বাবদ ৪০ হাজার কোটি টাকা লাভ করেছে বিমা সংস্থাগুলি। হয়তো সেজন্যই ফের প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।