বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বিরুদ্ধে ২-২.৫ লক্ষ টাকা করে নিয়ে পেট্রাপলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে চাকরি দেওয়ার উঠল। এনিয়ে সরব হলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। ভাইরাল অশোকের সঙ্গে ফোনে কথোপকথনের অডিও। ওই অডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
গোপালনগর বাজারে তৃণমূল কংগ্রেসের পথসভা থেকে বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, অপদার্থ সমাজবিরোধী বিধায়ক পেয়েছেন আপনারা। পেট্রোপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে দুই আড়াই লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক । নিজের শ্যালক ও বোনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এবং আগামীতে গোপালনগরে গিয়ে কুরুচিকর কথা বললে সাধারণ মানুষ ঝাঁটাপেটা করলে তৃণমূল কংগ্রেসের কিছু করার থাকবে না বলেও দাবি করেছেন তিনি ।
বিশ্বজিৎ দাস বলেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। অডিও প্রকাশিত হলেই সত্য জানা যাবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি বলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে আমি বিধায়ক পথ ছেড়ে দেব।