ভিক্টোরিয়ার স্মৃতি ফিরল হাওড়ায়। বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার আগেই তাল কাটল।
শুক্রবার সকালে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হাওড়া স্টেশনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের আচরণের প্রতিবাদ জানান দলেরই সাংসদ সুভাষ সরকার। তিনি সকলকে শান্ত হওয়ার আবেদন জানান। কিন্তু কাজ হয়নি।
রেলমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন। কিন্তু এমন ঘটনায় ক্ষুব্ধ মমতা আর মঞ্চে ওঠেননি, গিয়ে বসেন পিছনের সারিতে।
রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।
মমতাকে মঞ্চে ওঠার জন্য অনুরোধ করেন রেলমন্ত্রী। কিন্তু রাজি হননি মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশে সিঁড়ির নীচে চেয়ারে বসেন। মঞ্চে এক এক করে উঠে যান রেলমন্ত্রী, রাজ্যপাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। ঠিক সাড়ে ১১টায় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনও সিঁড়ির নীচেই চেয়ারে বসে মমতা।
ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এমনই ঘটেছিল। মমতা বক্তৃতা করতে ওঠার পর জয় শ্রীরাম স্লোগান দেন অনেকে।ক্ষোভে বক্তৃতা থামিয়ে নেমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়ায় রেলের অনুষ্ঠানে মঞ্চেই উঠলেন না।