শুক্রবারই কলকাতা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন মায়ের মৃত্যুসংবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকসন্তপ্ত প্রধানমন্ত্রীকে আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি।
বুধবার ভোরেই আমেদাবাদের হাসপাতালে মৃত্যু হয় মোদীর মায়ের। খবর পেয়েই দিল্লি থেকে আমেদাবাদ চলে যান মোদী। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন একের পর এক রাজনৈতিক নেতা। শুধুমাত্র বিজেপি নয়, বিরোধী তথা কংগ্রেস বা তৃণমূলের নেতা-নেত্রীরাও সমবেদনা জানিয়েছেন মোদীকে।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেছেন, ‘শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন, বিরোধী দলের একাধিক টুইটে শোক প্রকাশ করেছেন। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আজ তাঁর মা-কে হারিয়েছেন। হীরাবেন মোদীর মৃত্যুতে আমি শোকস্তব্ধ।