১৬ বছরের এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে যোগী রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। অবশেষে এবার উত্তরপ্রদেশের বালিয়া থেকে উদ্ধার করে আনল সুন্দরবন জেলা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মাথা-সহ তিনজনকে।
টিউশন পড়তে গিয়ে দু’মাস আগে নিখোঁজ হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির এক নাবালিকা। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না ওই ছাত্রীর। তার বাবা কুলপি থানায় গত ২১ অক্টোবর মেয়েকে অপহরণ করা হয়েছে বলে লিখিত অভিযোগ জানান। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে সুন্দরবন জেলা পুলিশ।
কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় জানিয়েছেন, এরই মধ্যে একবার নাবালিকার মায়ের মোবাইলে ফোন আসে। ফোনে পরিবারের সঙ্গে কথা হয় ওই নাবালিকার। কিন্তু তারপর থেকেই সেই ফোনটি বন্ধ হয়ে যায়। তদন্তে নেমে পুলিশ ওই ফোনের সূত্র ধরেই অপহৃতার উদ্ধারে অভিযান শুরু করে।
নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে এসআই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাতজনের একটি বিশেষ দল যায় উত্তরপ্রদেশের বালিয়ায়। উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় বালিয়ার একটি নাচের ঠেক থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকা ছাত্রীকে।