সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। ২ জানুয়ারি দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রচার কর্মসূচি ঘোষণা করতে চলেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোমবার আগামী ২ জানুয়ারি নজরুল মঞ্চে একটি প্রচার কর্মসূচি ঘোষণা করবেন যেখানে রাজ্য সরকারের দেওয়া সামাজিক প্রকল্পগুলির বহুমুখী দিকগুলি দেখানো হবে বলে দলীয় সূত্রে খবর।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদ, বিধায়ক এবং রাজ্য মন্ত্রী সহ বিভিন্ন উৎসাহী দলীয় কর্মীকে উদ্দেশ্য করে বার্তা দেবেন। রাজ্য, জেলা ও ব্লক কমিটির আধিকারিকদের পাশাপাশি দলের মহিলা ও যুব ফ্রন্টের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নজরুল মঞ্চে সোমবারের অনুষ্ঠানটি, দলীয় কর্মীদের সম্মেলন হিসাবে ঘোষিত হলেও এই দিনটি তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর একেবারে পরেরদিনই করা হচ্ছে। প্রসঙ্গত ১৯৯৮ সালের জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আলাদা দল গঠন করেছিলেন।
এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন এবং একটি বহুমুখী সামাজিক প্রকল্প চালু করবেন, যা ৩,০০০-এর বেশি গ্রাম পঞ্চায়েত-সহ রাজ্যের বিস্তৃত এলাকা জুড়ে কোটি কোটি পরিবারের কাছে পৌঁছোবে,’ নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা জানিয়েছেন।