শেষমেশ ‘ঘর ওয়াপসি ঘটল’ জাঙ্গিপাড়ার শেখ মইনুদ্দিন ওরফে বুদোর। একদা তৃণমূলের দাপুটে নেতা ছিলেন তিনি। একুশের বিধানসভা ভোটের আগে আইএসএফে যোগ দেন। সিপিএম, আইএসফেরহজোট প্রার্থী হিসেবে জাঙ্গিপাড়ায় লড়েও ছিলেন বুদো। কিন্তু স্নেহাশিস চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন।
আজ, শুক্রবার সেই বুদো ফের তৃণমূলে ফিরলেন। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। উল্লেখ্য, বুদো একটা সময়ে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন। ২০১৮ সালে তৃণমূলের হয়ে সমিতিতে জিতলেও তাঁকে সভাপতি করেনি তৃণমূল নেতৃত্ব।