এবার বঙ্গ বিজেপিকে কটাক্ষে বিঁধলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে বাংলাজুড়ে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই মঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বনাঞ্চলে গিয়ে কীভাবে সেটাকে আরও ঢেলে সাজানো যায়, তা নিয়ে বনকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। এমনকী উদ্বোধন করলেন নয়া পর্যটন লাইনের। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গ টেনে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মোদীজি পর্যন্ত মমতাকে সমীহ করেন। কারণ, উনিও জানেন মমতার শক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মা। তাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো মুশকিল। এটা মোদীও জানেন।”
পাশাপাশি, মন্ত্রীকে প্রশ্ন করা হয়, “শুভেন্দু-সুকান্ত রাজ্য সরকারকে আক্রমণ করছে। আপনার প্রতিক্রিয়া?” জবাবে সপাট জবাব দেন জ্যোতিপ্রিয় মল্লিকের “ওই তো তিন-চারটে লোক। ওরা কেমন করে মমতাকে ট্যাকল করবে। লড়তে হলে আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখাক। ওকে নিয়ে আমার ভাবছি না। কারণ, শুভেন্দুকে পাল্টা দিচ্ছে দিলীপ ঘোষ। ওকে সামলানোর জন্য দিলীপদাই যথেষ্ট। দলের সাংগঠনিক ক্ষমতা না থাকলে কেউই কাজ করতে পারবেন না। তারা বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য। বিজেপির এখন সেই অবস্থা”, বিজেপিকে একহাত নিয়ে কটাক্ষ তাঁর।