বছর শেষে রেলে তথ্য নিরাপত্তায় বড়সড় গলদ। ৩ কোটি গ্রাহকের তথ্যের নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় রেলের পোর্টালের ডেটা চুরি গিয়েছে। গোপন নথি লেনদেনের অনলাইন চোরা বাজার ‘ডার্ক ওয়েবে’ সেই সমস্ত তথ্য নাকি বিক্রিও হয়েছে।
মঙ্গলবার রেলের পোর্টাল থেকে ডেটা লিক হওয়ার খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে এক হ্যাকার রেলের গ্রাহকদের তথ্যের এক বিপুল ভাণ্ডার তার হাতে এসেছে দাবি করে তা বিক্রির গ্রাহক চেয়ে বিজ্ঞাপন দেয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা টিকিট কেটেছেন এমনই গ্রাহকদের তথ্য তার হাতে গিয়েছে বলে ওই হ্যাকারের দাবি। ২০২১-২২ অর্থবর্ষে চার কোটি ১৭ লক্ষের বেশি অনলাইন টিকিট কাটা হয়েছে। এর মধ্যে ৩ কোটির বেশি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ।
রেলের তথ্য চুরির এই ঘটনা যাত্রীদের জন্য রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বস্তুত, সত্যি সত্যি ডেটা চুরি হয়ে থাকলে সেটা বিপজ্জনক। কারণ রেলের টিকিট বুক করার সময়, ফোন নম্বর, ই-মেল আইডি যেমন দিতে হয়, তেমনি ভাড়া মেটানোর সময় দিতে হয়ে ইউপিআই বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য। সেই সব তথ্য হ্যাকারদের হাতে গেলে লক্ষ লক্ষ যাত্রী বিপদে পড়ে যেতে পারেন।